ন্যানোপ্রযুক্তি দিয়ে চিকিৎসা বিজ্ঞানে কিভাবে উন্নয়ন করা যায় তা নিয়ে বিজ্ঞানীরা কাজ করছেন অনেক বছর ধরে। বিশেষ করে ডিএনএ নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ অনেক বেশী। বিজ্ঞানের নতুন এই ক্ষেত্রটিকে বলা হল ন্যানো-মেডিসিন। কিছুদিন আগে আমাদের বাংলাদেশেরই এক প্রতিভাবান বিজ্ঞানী ড. মাসুদুর রহমান এই ডিএনএ দিয়ে চমৎকার কিছু সাফল্য নিয়ে এনেছেন। JACSএর জার্নালে ড. মাসুদের প্রবন্ধটি বিজ্ঞানীদের মাঝে সাড়া ফেলেছে। এই বৈজ্ঞানিক প্রবন্ধে তিনি দেখান কিভাবে ডিএনএ দিয়ে কার্বন ন্যানো-টিউবকে সংযুক্ত করে নিজের পছন্দমত ন্যানোআকারের জিনিস তৈরি করা সম্ভব। বিশেষ এই প্রযুক্তির নাম অরিগামি যা ক্যালটেকের ড. রথারম্যান ২০০৬ সনে প্রথম সফল করেন। ড. মাসুদ বর্তমানে আমেরিকার মার্শাল বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক হিসাবে কর্মরত। NBIIS কে দেয়া একটি সাক্ষাতকার তিনি জানান যে বাংলাদেশে আমরা মূলত প্রযুক্তির ভোক্তা হিসাবে রয়েছি, তবে তিনি প্রযুক্তি তৈরির দেশ হিসাবে বাংলাদেশকে দেখতে আগ্রহী। উল্লেখ্য বিজ্ঞানী ডট অর্গের জন্মলগ্ন থেকেই এই প্রতিভাবান বৈজ্ঞানিক আমাদের সাথে আছেন এবং আমরা তার সাফল্য কামনা করছি।
তথ্যসূত্র:
- http://www.nbiis.org/index.php/24-slider/43-i-am-looking-forward-to-hearing-from-the-science-society-bangladesh-is-productive-country-rather-than-consumer-country-dr-masudur-rahman.html
- http://webpages.marshall.edu/~rahmanm/index.htm
- https://www.facebook.com/MasudurRahman.nano
Leave a comment