সাক্ষাৎকার

গবেষণা – সমস‍্যা ও কিছু পথ: অধ‍্যাপক আতিকুর রহমান আহাদ

Share
Share

মোঃ আতিকুর রহমান আহাদ, অধ্যাপক – ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশেষভাবে নিযুক্ত সহযোগী অধ্যাপক – ওসাকা বিশ্ববিদ্যালয় ( জাপান) । কম্পিউটার সাইন্স বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও UNSW( সিডনি) থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং Kyushu Institute of Technology থেকে পি এইচ ডি সম্পন্ন করেন। কর্মজীবনে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে যোগদান করেন এরপর পদোন্বতিক্রমে সহকারী অধ্যাপক , সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক হিসেবে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা থেকে ছুটি নিয়ে বিশেষভাবে নিযুক্ত সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ওসাকা বিশ্ববিদ্যালয় ( জাপান) এ । ওসাকা বিশ্ববিদ্যালয়ে ৩ বছর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮ বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, অর্থাৎ দীর্ঘ ২১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে কম্পিউটার সাইন্স বিষয়ে।এছাড়াও Editorial Board Member হিসেবে Scientific Reports, Nature Pub এর সাথে রয়েছেন ।

বিজ্ঞানী.অর্গ এবং লার্নটাইমের সাথে লাইভে কথা বলেছেন গবেষণা কিভাবে করতে হবে, সমস‍্যাগুলি কিভাবে সমাধান করবেন ইত‍্যাদি নিয়ে।

লিংক:

Share
Written by
ড. মশিউর রহমান

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

নিয়মিত আপডেট পেতে আমাদের ইমেইল নিউজলেটার, টেলিগ্রাম, টুইটার X, WhatsApp এবং ফেসবুক -এ সাবস্ক্রাইব করে নিন।

Copyright 2024 biggani.org