কিবোর্ডের “কে“ ভিডিওর “ভি“ এবং মাউসের “এম“ থেকে কেভিএম সুইচের নামকরন করা হয়েছে। কেভিএম সুইচ ব্যবহার করে একসেট কিবোর্ড, মনিটর ও মাউস দিয়ে একের অধিক কম্পিউটারকে একসাথে চালানো যায়।
যেসব কারণে কেভিএম সুইচ ব্যবহার করবেনঃ-
১. আপনি একজন নেটওয়ার্ক এডমিনিসট্রেটর। একসাথে অনেক সার্ভার দেখাশুনা করতে হয়। কেভিএম সুইচ ব্যবহার করে এক জায়গায় বসে সবগুলো সার্ভার কন্ট্রোল করতে পারবেন।
২. আপনি একাধিক পিসি ব্যবহার করেন। কিন্তু আপনার টেবিলে একাধিক মনিটর বসানোর জন্য পর্যাপ্ত জায়গা নেই। কেভিএম সুইচ আপনার সমাধান।
৩. একাধিক মনিটর ব্যবহার করতে হয়না বলে অনেক বিদ্যুত সাশ্রয় হয়।
৪. ৩ সেট মনিটর, কিবোর্ড ও মাউসের চাইতে ১ সেট মনিটর, কিবোর্ড, মাউস এবং ১টি কেভিএম সুইচ অনেক সাশ্রয়ী।
১টি কেভিএম সুইচের দাম কত?
Thank’s for the post….
wating for next ……………..