এই সপ্তাহের নতুন প্রযুক্তি: ০১/০৯/২০১৭

রোবট

অপটোফোর্স: রোবটের জন্য অনুভুতির সেন্সর

OptoForceমাল্টি এক্সিস ফোর্সএবং টর্ক সেন্সর সরবরাহকারী অপ্টোফোর্স HEX-70-XE-200N এবং হেক্স -70-এক্সএইচ -200 এন-অফ-আর্ম রোবট সেন্সর এর নামকরণ করেছে। এছাড়া মূল্য একি রেখে আরো নতুন কিছু সেন্সর সংযুক্ত করা হয়েছে। [বিস্তারিত]

ত্রিমাত্রিক প্রিন্ট করেই রোবট তৈরী করা যাবে

MIT Robogamiআমেরিকার এমআইটি বিশ্বের গবেষনায় সবসময়ই এগিয়ে থাকে। এর কম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তার ল্যাবের গবেষকরা “ইন্টারেক্টিভ রোগোমি” নামক একটি নতুন ধরনের রোবট তৈরীর উদ্ধতি উদ্ভাবন করেছে। এই পদ্ধতিতে ত্রিমাত্রিক প্রিন্ট করেই কয়েক মিনিটেই একটি রোবট তৈরি করা যাবে। [বিস্তারিত]

 

কৃত্রিম বুদ্ধিমত্তা

নিরাপদ ঔষুধের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ

Using Artificial Intelligence To Keep Drugs Safeআমেরিকার জাভিয়ার বিশ্ববিদ্যালয়ে এই সপ্তাহে এক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে যেখানে ঔষুধ প্রস্তুতকারক ও তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠানগুলি ঔষধ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের পদ্ধতিগুলো উপস্থাপন করতে যাচ্ছে। রোগীদের ঔষুধ দেবার ক্ষেত্রে ভূল ঔষধ দেয়া, কিংবা অন্য ঔষুধের সাথে প্রতিক্রিয়া রোধ করে আরো নিরাপদ ঔষুধের দেবার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের পদ্ধতি তারা উপস্থাপন করতে যাচ্ছে। [বিস্তারিত]

গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে হ্যাক করার উপায় বের করল

invisible backdoorআমেরিকার নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তার সিস্টেমকে হ্যাক করার একটি পদ্ধতি বের করেছেন। তারা সফটওয়্যারের ব্যাক ডোর বা গোপন পেছনের দরজার পদ্ধতি প্রয়োগ করেছেন। [বিস্তারিত]

 

নতুন আবিষ্কার

ক্যান্সার প্রতিরোধে বায়োইলেকট্রনিক্স প্রয়োগ

Andrei Pakhomovআমেরিকার ভার্জিনিয়ার ওল্ড ডোমিনিয়ন বিশ্ববিদ্যালয় বায়োইলেক্টিক্স পদ্ধতি্র মাধ্যমে ক্যান্সার কোষ ধ্বংস এবং আঘাত নিরাময় করার জন্য বায়োইলেক্ট্রনিক্স পদ্ধতির প্রয়োগ পরীক্ষামূলকভাবে শুরু করেছে। [বিস্তারিত]

 

ডেমায়েলিনেটিং রোগের ঔষূধ আবিষ্কার

drug candidateডেমায়েলিনেটিং এক ধরনের স্নায়ু রোগ এতে মস্তিষ্কের নিউরোনগুলি তার স্বাভাবিক কর্মক্ষমতা হারায়। জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এফগিএফ ২1 নামক একটি পদ্ধতি আবিষ্কার করেছেন যার মাধ্যমে এই অসুখটি সারান সক্ষম হবে বলে মনে করছেন। [বিস্তারিত]

 

স্টার্টআপ

এলন মাস্কের নতুন স্টার্টআপ প্রতিষ্ঠান নিউরালিংক ২৭ মিলিয়ন ডলারের ফান্ড সংগ্রহ করল

brain interfaceএলন মাস্ক কম্পিউটারের সাথে মস্তিষ্ককে সরাসরি সংযুক্ত করার কথা ভাবছেন। তার স্টার্টআপ প্রতিষ্ঠান নিউরালিংক এই কল্পনাটি বাস্তবে রূপান্তরের জন্য কাজ করছে। কিছুদিন আগে নিউরালিংক ২৭ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে। [বিস্তারিত]

 

বিজ্ঞান ও প্রযুক্তি

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য থরিয়াম জ্বালানি হিসাবে ব্যবহৃত হতে পারে

Thoriumবিশ্বের বিদ্যুতের চাহিদার একটি বড় অংশ পারমাণবিক বিদ্যুত কেন্দ্র থেকে সরবরাহ করা হয়। কিন্তু বর্তমানে ব্যবহৃত U-235 জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় যা পরিবেশের জন্য বেশ বিপদজনক। বর্তমানে নিরাপদ জ্বালানী হিসাবে থোরিয়াম ব্যবহারের কথা বিজ্ঞানীরা ভাবছেন এবং এর সফল কিছু পরীক্ষা সমাপ্ত হয়েছে [বিস্তারিত]

বিশ্বের প্রথম ত্রিকোণমিতি প্রাচীন ব্যাবিলনীয় ট্যাবলেটের পাঠোদ্ধার হয়েছে

World's first trigonometryকিছুদিন আগে ইরাকে আবিষ্কৃত প্রাচীণ ব্যাবলনীয় একটি পোড়া মাটির লেখনীর পাঠোদ্ধার করতে বিজ্ঞানীরা সক্ষম হয়েছেন। হিস্টোরিয়া ম্যাথমেটিকাতে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, ব্যাবিলণীয়রা সমকোণিয় ত্রিভূজ এর সঠিক অনুপাত ব্যবহার করে একটি ত্রিকোণোমিত্রিক সারণী তৈরি করেছিলেন যা আমাদের কে শেখানো ত্রিকোনমিতি থেকে অনেক বেশি সহজ। [বিস্তারিত]

রিচার্জেবল অত্যাধুনিক ম্যাগনেসিয়াম ব্যাটারির আবিষ্কার

magnesium batteriesমোবাইল ফোন থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই রিচার্জেবল ব্যাটারি হিসাবে লিথিয়াম ব্যাটারি বর্তমানে ব্যবহৃত হচ্ছে কিন্তু এটি অনেক ব্যয়বহুল এবং এটি অভ্যন্তরীন সমস্যা তৈরী করতে পারে যার ফলে আগুন ধরার সমস্যা দেখা দেয়। এর পরিবর্তে নিরাপদ ম্যাগনেসিয়াম ব্যাটারি তৈরীর চেষ্টা হচ্ছিল। আমেরিকার হিউস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নতুন মাগনেসিয়াম ব্যাটারি ব্যবহারের পদ্ধতি উপস্থাপন করেন। [বিস্তারিত]

 

 

 


বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে আরো নতুন নতুন সংবাদ জানতে সাবস্ক্রাইব করুন।

About Shamima

Check Also

‘জিনোম এডিটিং’ বিষয়ে বাংলা ভাষায় প্রথম বই

প্রথমবারের মতো এইবারের ২০২৩ এর একুশে বই মেলায় আসছে বাংলাদেশ ও বিশ্ব বিজ্ঞান একাডেমির ফেলো …

ফেসবুক কমেন্ট


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।