আপনাদের সহযোগীতা প্রয়োজন

বিজ্ঞানী.com এ আপনি আমাদের সাথে কাজ করতে আগ্রহী? তাহলে নিম্ন উপায়ে আপনি ভুমিকা পালন করতে পারেন।

নতুন প্রবন্ধ লিখে: আপনি কি  কোন বিষয়ের এক্সপার্ট? আপনাকে বিজ্ঞানী হতে হবে তা নয়। আমরা বলছি এক্সপার্ট
কেউ যদি মার্কেটিং কিংবা ম্যানেজমেন্টর কোন একটি টপিক ভাল বুঝেন এবং মনে
করেন তিনি তার বিষয়ের একজন এক্সপার্ট তবে বিজ্ঞানী.com এ আপনি আপনার
অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে প্রবন্ধ লিখতে পারে। লিখবার সময় মনে রাখবেন আপনার
প্রবন্ধ বা লিখাটি পড়ছে একজন সাধারণ মানুষ যে আপনার বিষয়টি বুঝেনা, তাই
সহজ ভাষায় লিখুন। 

সাক্ষাতকার: আপনি যদি প্রবন্ধ লিখা কঠিন বলে মনে করেন,
কিংবা কখনও লিখেননি বলে সাহস পাচ্ছেননা, তবে আমাদেরকে আপনার সাক্ষাতকার
দিন। সাক্ষাতকারটি প্রাথমিকভাবে অডিও ফাইল হিসাবে থাকবে, তবে
ভবিষ্যতে text এ রূপান্তর করা হবে। 

ফোরাম: আমাদের ফোরামে পাঠকরা প্রায়শই
বিজ্ঞানী/প্রযুক্তিবিদকে প্রশ্ন করবেন, সেই প্রশ্নগুলির দিকে খেয়াল রাখুন।
আপনি হয়তো সেই মানুষ যে উত্তরগুলি জানেন। আপনার জ্ঞান আমাদের সাথে শেয়ার
করে তা সংরক্ষন করতে পারেন।

আইডিয়া:আপনার কি চমৎকার কিছু আইডিয়া আছে যা বাংলাদেশের
জন্য ফলপ্রসু হবে? ভাল কিছু আইডিয়া আপনার মাথায় এসেছে কিন্তু তা এখনই
বাস্তবে রূপান্তর করতে পারছেননা, তবে ফোরামের আইডিয়া সেকশনে লিখুন আপনার
আইডিয়া। কেও আপনার আইডিয়াকে বাস্তবে রূপান্তর করার জন্য এগিয়ে আসতে পারে।

এডিটর টিম:
আপনি কি বাংলায় দক্ষ? আমাদের সাইটের বাংলা বানান ও ব্যকরণ শুদ্ধ করার জন্য এডিটর গ্রুপে অংশ নিতে পারেন। 

নবীণ লেখক তৈরী:
বিজ্ঞানী.com এর অন্যতম একটি লক্ষ্য হল শুধু মাত্র জ্ঞান ও অভিজ্ঞতাকে
পৌছে দেয়াই নয়। বরং পাশাপাশি নবীণ লেখকদের তৈরী করে দেয়া। সামনের বিশ্বে
টিকে থাকতে হলে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তিকে গুরুত্ব দিতেই হবে। আর সেই
কাজের অন্যতম অংশ হল বাংলাতে বিজ্ঞান-প্রযুক্তির কথাগুলি সহজ ভাষায় লিখতে
পারে তেমন লেখকের খুব প্রয়োজন রয়েছে। বিজ্ঞানী.com সেই ভূমিকাটি পালন করতে
চায়। যেমন, কোন নবীণ লেখক হয়ত প্রথম লিখছে স্বাভাবিকভাবে তার লিখাতে
অস্যংখ ভুল থাকবে। বিজ্ঞানী.comএ তার লিখাগুলি প্রকাশের পরে পাঠকদের
মতামতগুলির মাধ্যমে সেই নবীণ লেখক আরো ভাল হয়ে গড়ে উঠবে। বিজ্ঞানী.com এ
প্রোফেশনাল সম্পাদকের টিম থাকবে যারা এই লিখাগুলি সংশোধন করে দিবেন।
এইভাবে আমরা পাব ভাল লেখক, বাংলাদেশের জন্য যাদের খুব প্রয়োজন। 

আপডেট থাকুন: 

বিজ্ঞানী.com সাইটের নতুন প্রবন্ধগুলির আপডেট জানার জন্য বিজ্ঞানী.com এর RSS কিংবা Atom টি আপনার ফিডরিডার এর সাথে সংযোগ করে নিন।

ড. মশিউর রহমান

About ড. মশিউর রহমান

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

ফেসবুক কমেন্ট


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।