আইসিটিব্যারমিটার.com

বাংলাদেশের আইটি জগত নিয়ে সুন্দর একটি ওয়েবসাইট আইসিটিব্যারমিটার.com। লুৎফর রহমান নির্ঝর এই সাইটটির সম্পাদক। যে সমস্ত বিষয়গুলি এই সাইটে অন্তর্ভুক্ত করেছে তা হল- এক নজর, হার্ডওয়্যার, সফ্টওয়্যার, মোবাইল, গেমস, আলোচনা, ইন্টারনেট, ওয়েব বিশ্বকোষ, বিনোদন, আইসিটি ক্যাম্পাস, ডাউনলোড, ই-বই, নিরাপত্তা, মতামত। ইন্টারনেট ও কম্পিউটার জগতের নতুন নতুন খবরাখবর বাংলাতে পাঠকদের কাছে সরসরাহ করাই এই সাইটের মূল লক্ষ্য বলে মনে হচ্ছে। সবথেকে যে জিনিসটি আমার সবথেকে ভাল লেগেছে তা হল, পুরো সাইটটি ইউনিকোডে লিখা হয়েছে। বাংলা ইউনিকোড প্রচারের জন্য এই রকম সুন্দর সাইট আরো গড়ে তোলা উচিত। আরেকটি কথা উল্লেখ করতে হয়- নিয়মিত এই সাইটটি আপডেট হয়। প্রতি সপ্তাহে যে সাইটগুলি আমি দেখি তার মধ্য এটি অন্তর্ভূক্ত। পাশাপাশি বাংলাদেশে কম্পিউটারের খূচরো অংশ ও প্রোসেসরের দাম জানা যায়।

ওয়েবসাইট ছাড়াও ইমেলে তাদের নিউজলেটার অংশ নিয়ে ইমেইলে নতুন খবরাখবর পেতে পারেন। যারা ওয়েবসাইট নয় ইমেইল বেশী ব্যবহার করেন তাদের জন্য নিঃসন্দেহে তা উপকারে আসবে। এছাড়া একটি ফোরামও তারা শুরু করেছে। আমি এইরকম একটি চমৎকার সাইটের উত্তোরত্তর সাফল্য কামনা করি।

২৮ মে ২০০৬ 

 

ড. মশিউর রহমান

About ড. মশিউর রহমান

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

Check Also

৫০ গিগাবাইটের ওয়েব ড্রাইভ

মূল লেখা: http://mehdiakram.wordpress.com/2008/02/22/৫০-গিগাবাইটের-ওয়েব-ড্রাই   ফ্রি ওয়েব সাইটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফাইল আপলোডের সীমাবদ্ধতা। এছাড়াও …

ফেসবুক কমেন্ট


  1. I have tried to visit the site http://www.ictbarometer.com/ . But didn’t get any Bengali site here what you’ve mentioned in above writing. Is it my fault?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।