১. আমাদের ছায়াপথে একটি ডায়মন্ড খন্ড ভেসে বেড়াচ্ছে যার আকৃতি আমাদের পৃথিবীর থেকেও বড়!
২. নিউট্রন তারকা যে পদার্থ দিয়ে গঠিত, সে পদার্থের ১ চামচ পরিমান ওজন হবে ১ বিলিয়ন টন!
৩. তুমি যদি শনি গ্রহকে চৌবাচ্চায়/পানিতে রাখ, তাহলে এটি পানির উপরে ভাসবে! যদিও এটা সৌরজগতের ২য় বৃহত্তম গ্রহ!
৪. পৃথিবীকে কি ব্ল্যাক হোলে পরিনত করা সম্ভব? অবশ্যই সম্ভব! তুমি যদি পৃথিবীকে সংকুচিত করে মার্বেলের আকৃতিতে নিয়ে আসো, তাহলে এটি নিজেই নিজের সাথে সংঘর্ষে পতিত হবে এবং ব্ল্যাকহোলে পরিণত হবে!
৫. একধরনের গ্রহ আছে যেখানে কাচের বৃষ্টি হয়, তাও পাশের দিগে! গ্রহটির নাম HD189733b।
৬. সৌরজগতের সবথেকে বড় অাগ্নেয়গিরি হল, অলিম্পাস মোনস। এটি মঙ্গল গ্রহে অবস্থিত। এটি পৃথিবীর মাউন্ট এভারেস্ট থেকেও বড়! যেখানে মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮.৮ কিলোমিটার সেখানে অলিম্পাস মোনসের উচ্চতা ২৪ কিলোমিটার এবং এটি ৬২৪ কিলোমিটার বিস্তৃত!
Leave a comment