নিরাপদে রাখুন আপনার পি,সি

Console root এর মাধ্যমে আপনার কম্পিউটারকে আপনি অনেক বেশী রকম নিরাপদ করতে পারেন।যেমন সিডি রম ব্যবহার করতে না দেওয়া,সফটওয়্যার সেট্ আপ করতে না দেওয়া বা control panel দেখতে না দেওয়া।এ রকম অনেক কিছুই করা সম্ভব।প্রথমে রান অপসনে আসুন (winkey+R অথবা start>Run)এবার “mmc” টাইপ করে  ok করুন। Console1 নামে একটি উইন্ডো আসবে, এইবার ফাইল অপসনে click করে “add/removed snap in..” এ click করতেই তা খুলবে এবার এড্ বোটামে কিলিক করুন। নতুন একটি উইন্ডো আসবে ,যাতে অনেক অপসন্ দেওয়া আছে এবার চলে আসুন “Group Policy Object Editor” এ দুইবার ক্লিক করে বা এড বোতামে click করে ফিনিস্ করুন।“add standalone Snap-in” উইন্ডো টি বন্ধ করুন এবং “add/remove Snap-in” ok করতেই আপনার Console Root এ “Local computer policy” দেখা যাবে যাতে আছে “computer configuration” আর “User configuration” আপনি “User configuration” click করে “administrative Templates” চলে আসুন,এখানে ৭টা অপসন্ দেখতে পাবেন ।এবার আপনার পরিকল্পনা অনুযায়ী ফোল্ডারে click করুন। যেমন, আমি পছন্দ করলাম control Panel এর add or remove programs, বামে setting তা icon দেখা যাচ্ছে। এবার setting এর পছন্দের অপসনের icon এ ডবল ক্লিক করলেই পেয়ে যাবেন setting properties যেখানে থাকবে তিনটি অপসন্ 1. Not configured, 2.Enabled, 3. Disabled এবার আপনার পছন্দের অপসনে ক্লিক করে ok করুন। এরপর “Console1” উইন্ডো টি save “না” করে বের হয়ে আসুন। আর হ্যাঁ, setting properties এ ok করার আগে “Explain”টা পড়ে নিন।
Raihan ur Rashed
Latest posts by Raihan ur Rashed (see all)

About Raihan ur Rashed

Check Also

এডজ কম্পিউটিং (Edge Computing) কি?

ডিভাইসের উপরেই ব্যবহারকারিদের আরো কাছে কম্পিউটিং এবং তথ্য এর প্রোসেস আরো দ্রুত করার অত্যাধুনিক একটি …

ফেসবুক কমেন্ট


  1. ভাইয়া আমার vista windows এ group Policy Object Editor আসছে না । কি করা এখন, pls দয়া করে লিখবেন।

  2. vaia amar pc te hide shoh korle reciculer deka jai atiki virus

  3. পি.সি. নিরাপদে থাকুক সেটা সবাই চায়।

    কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে সেটা সম্ভব হয় না।

    Console root এর মাধ্যমে কম্পিউটারকে নিরাপদ করার পদ্ধতিটি সত্যিই অসাধারণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।