অন্যান্য

কত বড় আমাদের এই মহাবিশ্ব?

Share
Share

 

কারো কি কোন ধারণা আছে-“কত বড় আমাদের এই মহাবিশ্ব?”, “কত বড় আমাদের এই আকাশ?” সকলেই বলবে অনেক বড় বা বিশাল। এই বিশালত্বকে একটু সহজভাবে দেখা যাক-

 

দূরত্ব পরিমাপের জন্য আমরা প্রতিনিয়ত যে এককসমূহ ব্যবহার করি তা দিয়ে মহাকাশের বিশালতাকে প্রকাশ করা এতটা সহজ নয়। তাই প্রথমেই আমাদেরকে একটি একক নির্বাচন করতে হবে, যা হবে উপযুক্ত পরিমাণে বড়। বিজ্ঞানীরা পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্বকে একক হিসেবে নির্বাচন করেছেন। প্রচলিত এককে এই দূরত্ব হল ১.৫ x ১০ কি.মি.= ১৫০০০০০০০ কি.মি.। এই দূরত্বকে মহাকাশ বিদ্যাতে বলা হয় ১ AU (Astronomical Unit)।

অর্থাৎ,  ১ AU = ১৫০০০০০০০ কি.মি.

 

এই একক ব্যবহার করলে সূর্য ও প্লুট-এর মধ্যবর্তী দূরত্ব হয় 80 AU অর্থাৎ  40 x 150000000 km = 6000000000 km.। কি বিশাল এই দূরত্ব! – তাই না? যেহেতু প্লুটো সৌরজগতের সর্বাপেক্ষা বাইরের গ্রহ। তাই এই দূরত্বকে সৌরজগতের ব্যাসার্ধও বলা যায়। (যদিও বর্তমানে প্লুটোকে গ্রহ হিসেবে বিবেচনা করায় দ্বিমত আছে, তবু আপাতত একে আমরা গ্রহ হিসেবে বিবেচনা করছি শুধুমাত্র সৌরজগতের বিশালত্বকে প্রকাশ করার জন্য)।

 

সৌরজগত থেকে সর্বাপেক্ষা নিকটবর্তী তারার দূরত্ব হুল  3,00,000 AU। এ দূরত্বকে কি.মি.-এ প্রকাশ করলে কত বড় একটি রাশি পাওয়া যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

 

পরিষ্কার রাতে আকাশে সুন্দর সাদা মেঘের মত মিল্কি ওয়ে (Milky way) দেখা যায়। ইহা মিলিয়ন মিলিয়ন তারার সমষ্টি ছাড়া আসলে আর কিছুই নয়। আমাদের অতি পরিচিত সূর্য-ও হল এক বিশাল নক্ষত্র, যা এই Milky way-এরই একপাশে অবস্থিত। এখন প্রশ্ন হল – “কত বড় এই Milky way ?” ।

 

Milky way – এর বিশালতা প্রকাশের জন্য নতুন একটি এককের সাথে পরিচিত হতে হবে আমাদের, যা কিনা AU এককের চাইতে অনেক বড়। এই নতুন এককের নাম হল আলোক বর্ষ (Light Year)। আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে এক আলোকবর্ষ বলে। ইহা খুবই বড় একটা দূরত্ব, কেননা আলো প্রতি সেকেন্ডে 3,00,000  km দূরত্ব অতিক্রম করে। অতএব হিসেব করে পাওয়া যায়,

 

1 আলোক বর্ষ = 9.5 x 1012 km = 9500000000000 km

 

এই নতুন এককের সাহায্যে হিসেব করলে Milky Way-এর ব্যাস হয় প্রায় 1,00,000 আলোকবর্ষ (বা 6000000000 AU)

 

Milky Way হল একটি Galaxy। এই Galaxy যত বড়ই হোক না কেন, মজার বিষয় হল যে – এই মহাবিশ্বে একটি নয় বরং মিলিয়ন মিলিয়ন সংখ্যক Galaxy রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে, মহাবিশ্বের বিশালতা কল্পনাতীত।

 

সহজে, মহাবিশ্বের বিশালত্বকে বোঝানোর জন্য ১-নং চিত্রটি লক্ষ্য করা যাক। আশা করা যায়, উপরিঊক্ত তথ্যাবলী থেকে মহাবিশ্বের আকার সম্পর্কে ধারণা করা কষ্টসাধ্য হলেও উল্লিখিত চিত্র থেকে একটি মটামুটি ধারণা পাওয়া যাবে।

 

আরো একটি তথ্য হল – মহাবিশ্বের সর্বাপেক্ষা দূরবর্তী তারা এবং আমাদের মধ্যবর্তী দূরত্ব হল কয়েক বিলিয়ন আলোকবর্ষ।

 

উৎসঃ book-“Chandrasekhar And His Limit”

Share

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
অন্যান্য

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ!

লেখক- আজিজুল হক সহকারী অধ্যাপক, ইয়েংনাম বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন...

অন্যান্যসাক্ষাৎকার

ড. আবুল কালাম আজাদ: ক্যান্সার গবেষণায় এক অগ্রণী পথিকৃৎ!

ড. আবুল কালাম আজাদ বর্তমান পদবী: রিসার্চ অ্যাসোসিয়েট, মেডিক্যাল মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজি...

অন্যান্য

কিভাবে একটি কার্যকর রিভিউ আর্টিকেল লেখা যায়?

লেখক- আজিজুল হক সহকারী অধ্যাপক, ইয়েংনাম বিশ্ববিদ্যালয়। গবেষণার ক্ষেত্রে রিভিউ আর্টিকেল খুবই...

অন্যান্য

গুগল থেকে পিডিএফ বই ডাউনলোডের কৌশল!

লেখক- আজিজুল হক ইয়েংনাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। ইন্টারনেটের সহজলভ্যতায় প্রয়োজনীয় প্রায় সব...

অন্যান্যএসো শিখি

গবেষণা আর্টিকেলের প্রকারভেদ

গবেষণার উদ্দেশ্য এবং বিষয়বস্তু অনুযায়ী রিসার্চ আর্টিকেলের বিভিন্ন ধরণ রয়েছে। নতুন গবেষকদের...

Three Columns Layout

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact

biggani.org❤️gmail.com

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

বিজ্ঞানী অর্গ (biggani.org) বাংলাদেশি বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্ম, যেখানে গবেষণা ও বিজ্ঞান নিয়ে বাংলা ভাষায় তথ্য ও সাক্ষাৎকার প্রচার করে – নবীনদের গবেষণা ও উচ্চশিক্ষায় প্রেরণা দেয়া হয়।

যোগাযোগ:

biggani.org@জিমেইল.com

biggani.org, a community of Bangladeshi scientists, shares interviews and information about researchers and scientists in Bengali to inspire young people in research and higher education.