[খবর] মস্তিষ্কে কিভাবে স্মৃতি সংরক্ষণ করে রাখি

আমরা মস্তিষ্কে কিভাবে স্মৃতি সংরক্ষণ করে রাখি তা এখনো পুরোপুরি আবিষ্কার হয়নি। মনে করা হয় নিউরোনগুলি তার অবস্থান পরিবর্তনের মাধ্যমের স্মৃতি সংরক্ষণ করে। তবে যে প্রোটিন এর জন্য কাজ করে তা আবিষ্কারের অনেক চেষ্টার পরে মনে হচ্ছে বিজ্ঞানীরা তা আবিষ্কার করতে পেরেছে। বিস্তারিত পড়ুন

http://www.sciencedaily.com/releases/2011/06/110623130946.htm

 

ড. মশিউর রহমান

About ড. মশিউর রহমান

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

Check Also

স্বপ্ন সঞ্চারী – ড. আবেদ চৌধুরী (♥♪♥)

{mosimage}   'এই স্মৃতি-ঝলমল সবুজ মাঠের কাছে আমার অনেক ঋণ আছে…।'  এই ঋণের কথা ক'জন …

ফেসবুক কমেন্ট


  1. আমরা মস্তিষ্কে কিভাবে স্মৃতি সংরক্ষণ করে তা হয়তো এখনো পুরোপুরি আবিষ্কার হয়নি কিন্তু মস্তিষ্কের স্মৃতি কিভাবে নষ্ট করা যায় বা মুছে ফেলা যায় তা আবিষ্কার করা হয়ে গেছে তাহলে সেই দিন আর দূরে নয় যেদিন আমরা সেই রহ্যস ও উদ্ঘাতন করে ফেলব ।
    পড়ুন মস্তিষ্কের স্মৃতি কিভাবে নষ্ট করা যায়- http://www.nirapadnews.com/2015/05/30/news-id:52731/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।