মনোজকুমার দ. গিরিশ: অতিথি সম্পাদক, বিজ্ঞানী.org

২০১০ ডিসেম্বর ০৬

বিজ্ঞপ্তি

মনোজকুমার দ. গিরিশ: অতিথি সম্পাদক, বিজ্ঞানী.org

প্রিয় বিজ্ঞানী,

নতুন বছরের আগাম শুভেচ্ছা।

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে মনোজকুমার দ. গিরিশ বিজ্ঞানী.org এর অতিথি সম্পাদক হিসাবে ১ জানুয়ারী ২০১১ সাল থেকে আপনাদের সবাইকে সেবা প্রদান করবেন।  

মনোজকুমার দ. গিরিশ – এর সংক্ষিপ্ত  জীবনীঃ

জন্ম ১৯৪৫ পূর্ববঙ্গে লেখাপড়াচাকুরি কোলকাতায় বি..;এল.. অবসরপ্রাপ্ত কম্পিউটারে প্রথাগত শিক্ষা নেই বাংলা ইউনিকোড ফন্ট নির্মাতা।" 

ইমেল:manojkumardgirish@yahoo.com

 

আসুন আমরা সবাই  মনোজকুমার দ. গিরিশকে বিজ্ঞানী.orgএ স্বাগত জানাই।

 

অনুপম শুভেচ্ছা।

 

 

শফিউল ইসলাম

বিজ্ঞানী.org  টিম

 

Shafiul
Latest posts by Shafiul (see all)

About Shafiul

ড. শফিউল ইসলাম, CText FTI: ডিরেক্টর, TexTek Solutions; প্রাক্তন-প্রেসিডেন্ট, Institute of Textile Science Canada. স্পাইডার সিল্ক প্রযুক্তির উদ্ভাবক। প্রতিষ্ঠাতা ও সম্পাদক, Vision Creates Value. যুগ্ম-প্রতিষ্ঠাতা ও সম্পাদক, biggani.org. রয়াল চার্টার্ড টেক্সটাইল ফেলো, টেক্সটাইল ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল, ইউকে। গ্লোবাল প্যারেন্টস, ইউনিসেফ ক্যানাডা। যুক্তরাজ্য থেকে টেক্সটাইল বিজ্ঞান ও প্রযুক্তিতে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। তাঁর অনেক গবেষণাপত্র, বই ও প্যাটেন্ট প্রকাশ পেয়েছে। ই-মেইল: shafiul@biggani.org অন্তর্জাল: https://www.linkedin.com/in/shafiul2009/

Check Also

বিজ্ঞানী ডট কমে বাংলাদেশি বিজ্ঞানী

ইকবাল হোসাইন চৌধুরী প্রকাশিত: প্রথম আলো, ২০০৬ ডিসেম্বর  ০১ About Latest Posts Shafiulড. শফিউল ইসলাম, CText …

ফেসবুক কমেন্ট


  1. মনোজ দা কে শুভেচ্ছা আমি দিতে চাই না শুধু জানতে চাই ,
    কতটুকু বাংলাকে ভালোবাসলে মনোজকুমার দ.গিরিশ হওয়া যায়,
    কতটুকু জানা থাকলে,দায়িত্ব বান হওয়া যায়।
    কতটুকু বিসর্জন দিলে, বাংলাকে বর্ণকে সন্তানের মতো যত্ন করা যায়।
    এ সব জানতে চাই আমি ঠিক মনোজ দার মতো।

    রায়হান
    সৌদী আরব থেকে

  2. মনোজকুমার দ. গিরিশ

    ধন্যবাদ raihanisha, (রায়হান)৤ মাতৃভাষাকে কেউ একটুও কম ভালোবাসে না৤ আপনার ‎আবেগ উচ্ছ্বাস সে কথাই প্রমাণ করে৤ সৌদি আরবে বসে যেভাবে আপনি বাংলাকে ‎ভালোবাসছেন তা আমরা সানন্দে উপলব্ধি ও উপভোগ করছি৤ দূরে গেলে আরও বেশি মন ‎কেমন করে, মাকে যেন কাছে পাইনে৤ এটাই তো সকলের প্রাণের কথা, আপনি সেটাই ‎জানিয়েছেন৤ ধন্যবাদ আপনাকে আপনার মতোই সোচ্ছ্বাসে৤ ‎

    মনোজকুমার দ. গিরিশ ১২/১২/২০১০ কোলকাতা ‎

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।