Intelligent Motor Controll Device

বিজ্ঞান ডট কম ওয়েবে সবাই খুব সুন্দর সুন্দর প্রতিবেদন দিয়ে থাকেন।আমিও তাই ভেবেছি আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতা ভাগাভাগি করি।আমি যে বিষয় নিয়ে বলব বলে ভেবেছি তা হল মাইক্রকন্ট্রলার। ছোট একটি চিপ যা কে দিয়ে আপনি যা খুশী তাই করাতে পারেন।আমি নিজে যে প্রযেক্ট করেছি তা হল intelligent motor control device.
নাম শুনে এটা অতন্ত বোঝা যাচ্ছে যে এটি এমন একটি ডিভাইস যে কিনা নিজে নিজে
দুই বা তোতধিক মটর কে নিয়ন্ত্রন করতে পারবে।আমরা এটিকে দিয়ে আমাদের বাসার
পানির মটর দুটি নিয়ন্ত্রন করতে চেষ্টা করেছি। আমি ঢাকা এর পীরেরবাগ এলাকায়
থাকি।আমার মতন যারা ঢাকায় থাকেন তারা জানেন ঢাকায় পানির যে কি সমস্যা!
সারা দিন পানি পাওয়া যায়না।পানি পাওয়া যায় রাত দুইটার দিকে যখন মানুষ গভীর
ঘুমে।কার এত সময় আছে যে সকালের অফিস বাদ দিয়া রাত দুইটার দিকে পানি ধরবে।
আমাদের বাসায় দুটি পানির মটর রয়েছে।প্রথমটি দিয়ে আমরা লাইন থেকে পানি টেনে
আনি এবং অপরটি দিয়ে নীচের থেকে উপরে পানি উঠিয়ে থাকি।
আমি এবং আমার বন্ধু ফায়সাল, আমরা দুই জনই RUET যন্ত্রকৌশল বিভাগের
ছাত্র।আমরা মাইক্রকন্ট্রলার ব্যবহার করে বানিয়েছি পানির মটর নিয়ন্ত্রনের
ডিভাইস। আমাদের এই ডিভাইসটি যে যে সুভিধা দিচ্ছে তা হল
১/ এটি সয়ংক্রিয়ভাবে আপনার পানির মটর দুটিকে চালু করবে এবং বন্ধ করবে।
২/ সঠিক সময় এটি সয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে এবং পানি টানা সুরু করবে।
৩/ পানির স্তর সমন্ধে আপনাকে অবহিত করবে।
৪/ জরুরী অবস্থা সমন্ধে জানান এবং সেই অনুসারে ব্যবস্থা গ্রহন।
৫/ পানির অপচয় রোধ করবে।
৬/ আপনার টাঙ্কিতে পানি আসছে কিনা তা জানাবে।
৭/ নিচের টাঙ্কি যাতে পুরপুরি খালি না হয়ে পরে সেটাও এটি নিয়ন্ত্রন করবে।
৮/ আপনার মটর এর নিরাপত্তা প্রদান করবে।
এই ডিভাইস এর সাথে যে সব যুক্ত আছে
১/ একটি রিমোট কন্ট্রল যা দিয়ে আপনি দূর থেকে একে নিয়ন্ট্রন করতে পারবেন (
টাইমার ইনপুট দেওয়ার জন্যে )।
২/ দুটি water level sensor যা কি না যুক্ত থাকবে যথাক্রমে উপর এবং নিচের
টাঙ্কিতে।বাজারে যে সেন্সর পাওয়া যায় তা খুব ব্যয়বহুল।আমরা খুব অল্প দামে
এটি বানিয়েছি। ৩/ LCD যেখানে আপনি দেখতে পারবেন ক)_কখন আপনি আপনার মটরটি
কে চালু করতে চান (টাইমার)। খ) নিচের টাঙ্কিতে কতটুকু পানি আছে।
গ) একটি ঘড়ি।
ঘ) জরুরী অবস্থা।
৪/ Timer মটরের প্রয়জনীয় নিরাপত্তার জন্য। ক) যাতে অধিক সময় ধরে মটর চালু
থেকে নষ্ট না হয়ে যায়।
খ) ঠিক সময়ে পানির মটর চালু করার জন্য। কোড লিখার জন্য আমরা যে সফটওয়্যার
ব্যবহার করেছি সেটা হল BASCOM AVR.এই সফটওয়্যার মুল সুবিধা হ্ল এর কোড
অনেকটা সি বা সি++ এর মতন। এর library অনেক সমৃদ্ধ যে আপনাকে আলাদা করে এই
সফটওয়্যার শিখার কোন প্রয়োজন নাই। এটি আমাদের প্রথম প্রযেক্ট ছিল। যদি কেউ
এই প্রযেক্ট করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা
আপনাদেরকে আন্তরিক সহযোগিতা করতে চেষ্টা করব।দরকার হলে আমরা আমাদের source
code আপনাদের দিব।
আমরা চাই বাংলাদেশ বিজ্ঞান ও প্রজুক্তিতে এগিয়ে আসুক অনেক দূর।
ধণ্যবাদ সবাইকে
রেদওয়ান নেওয়াজ কাজী এস এম ফায়সাল
মোবাইল ০১৭১০৮৫৯৯২৫ মোবাইল ০১৭১৬২৭২০৬৯
email. supto90@gmail.com

**Name**
Latest posts by **Name** (see all)

About **Name**

ফেসবুক কমেন্ট


  1. এই ভাবে আরো এগিয়ে যান, এই শুভ কামণা রইল

  2. Very nice work, I am personally also an electronics hobbiest, and some times it goes beyond the hobby..
    So I know, how it really feels to a project accomplished..
    Very nice!!
    All the best wishes.

    Try to do some work regarding Robotics, or AI(Aritficial Intelligences).
    Also “Overunity Machine” is a good field for mechanical engineerings and our country needs these types of invention.
    Good luck.
    Regards
    S.Ray
    (s.raiyan@google.com)

  3. অনেক অনেক শুভ কামনা রইল আপনাদের প্রতি। এগিয়ে যান আপনারা সমৃদ্ধ হোক আমাদের প্রিয় আমাদের প্রিয় বাংলাদেশ।

  4. ভাই আমার এই লেখাটিকে কিভাবে নিজের profile> article এ যুক্ত করব।কেউ জানলে জানাবেন।

  5. Hi, I also thought this from many days. But now I find your project. Your project was my first problem. Now thanks a lot you that, you solved this problem. Actually, motor-tank problem is highly problem in our country. Sometimes we see in newspaper that, someone fallen to accident when he/she check his/her water condition. So this is good idea. although, you don’t submit more of your think, but this is enough. Thanks.

  6. অনেক শুভকামনা ও অভিনন্দন । আশা করি আপনারা দেশকে আরও ভাল কিছু উপহার দিতে পারবেন ।
    আমি ইলেকট্রনিক্স এ খুবই আগ্রহী । আমি মাইক্রোকন্ট্রোলার বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী । এ সম্পর্কে কোথায় আরও তথ্য পাওয়া যাবে জানালে খুবই খুশি হব ।
    ধন্যবাদ ।

  7. bhaiya amazed elakay compokke 36/39 motor ase
    Ami sasci sub goloi aponar seytemta bebohar korte. R subgoloi maxima 500l .akhon bolen amake kibabe helf korben r ami thaki ksa so sub aikhan thekei content kortehobe ple answer diben ok thanks

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।