উইন্ডোস মুভি মেকার দিয়ে ভিডিও ফাইল কম্প্রেস

হার্ডডিস্কে অধিক পরিমান জায়গা দখলের প্রতিজোগীতায় ভিডিও ফাইল নিঃসন্দেহে শীর্ষস্থান অধিকার করবে । এই ভিডিও ফাইল
কম্প্রেশ করার কার্যকর পদ্ধতি তেমন নেই । জিপ ইউটিলিটি ভিডিও ফাইলের ক্ষেত্রে ভালো কাজ করে না । আবার বিট রেট কমিয়ে
ভিন্ন ফরমেটে কনভার্ট করলে ভিডিওর মান খারাপ হয়ে যায় । উইন্ডোস মুভি মেকারের সাহায্যে ভিডিও ফাইলের মান মোটামুটি
৮০ – ৯০ ভাগ অক্ষুণ্ন রেখে ফাইলের সাইজ প্রায় অর্ধেক এ নামিয়ে আনা যায় । এর মাধ্যমে হার্ডডিস্কের প্রচুর জায়গা বাঁচানো
যায় । নিচের পদ্ধতিতে চেষ্টা করে দেখুন –
১। উইন্ডোস মুভি মেকার ওপেন করুন । File > Import collection এ গিয়ে ফাইলটি সিলেক্ট করে ok করুন । ভিডিওর
ক্লিপ তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।
২। এবার কালেকশন এরিয়ার সবগুলো ক্লিপ সিলেক্ট করে মাউস এর রাইট বাটন ক্লিক করে Add to timeline এ ক্লিক করুন ।
ওয়ার্ক স্পেসে ক্লিপগুলো ধারাবাহিক ভাবে দেখা যাবে ।
৩। এবার File > Save Movie File এ ক্লিক করুন । Next চাপুন । এবার নতুন ফাইলের নাম লিখুন এবং কোথায় সেভ করা
হবে তা সিলেক্ট করে দিয়ে Next চাপুন ।
৪। এবার Other settings রেডিও বাটনে ক্লিক করুন এবং ড্রপডাউন লিস্টবক্স হতে Video for LAN(768 Kbps) সিলেক্ট
করুন । নিচে মুভি সেটিংস এবং ফাইল সাইজ দেখা যাবে । এবার Next চাপুন ।
ফাইলটি সেভ হতে সময় লাগবে ।
 

About ইমতিয়াজ মাহমুদ

Check Also

ই-মেইল সার্ভার সিস্টেম যেভাবে কাজ করে

লেখাটি অনলাইন থেকে সংগ্রীহিত। মূল লেখক মিলন মনি ইমেইল কি? ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ হল …

ফেসবুক কমেন্ট


  1. Amra jekono video converter die convert korar shomoy er bitrate komate pari. Amon ki frame rate & resolution o komie file er size choto kora jay. Tobe quality er shathe compromise korte hoy.

  2. আপনি কি ভিডিও ফইলের Format convert সম্পর্কে কিছু বলতে পারেবন। আমি “.VRO” ফাইল এর ফরমেট পরিবর্তন করতে পারছি না। এটিকে আমি .mpg ,.wmv ্ইত্যাদি ফরমেটে করতে চাই।
    কিন্তু AVS Video Converter 6 software ছাড়া

  3. Mr. Imtiaj thank you very much for your wonderful post.

  4. আপনার লেখার জন্য আন্তরিক ধন্নবাদ।

  5. অনেক ধন্যবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।