ড. ওয়ালিউল খান বর্তমানে কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের (McMaster University) প্যাথলজি ও মলিকুলার মেডিসিন বিভাগের অধ্যাপক এবং হ্যামিল্টন হেলথ সায়েন্সের ক্লিনিকাল সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি সেন্ট জোসেফ হেলথ কেয়ারের অধ্যাপক হিসেবে সংযুক্ত আছেন। তার গবেষণা এবং ক্লিনিকাল কাজের মূল ফোকাস হলো ইমিউনোলজি, মাইক্রোবায়োলজি, প্রদাহ এবং হোস্ট ডিফেন্স।
শিক্ষাগতভাবে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS অর্জনের পর তিনি জাপানিজ সরকারের স্কলারশিপে আকিতা ইউনিভার্সিটি, জাপান থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। এরপর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে প্রথম পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করে তিনি কানাডায় এসে McMaster University-এ দ্বিতীয় ফেলোশিপ সম্পন্ন করেন। তিনি রয়্যাল কলেজ অফ প্যাথোলোজিস্ট (FRCPath), যুক্তরাজ্যের ফেলোও।
তার বর্তমান গবেষণা প্রোগ্রামের মূল থিমগুলোর মধ্যে অন্ত্রের প্রদাহ ও স্থূলতায় সেরোটোনিন সিগন্যালিং, হোস্ট-প্যারাসাইট-মাইক্রোবায়োটা মিথস্ক্রিয়া, এবং ফেচাল ক্যালপ্রোটেক্টিন ব্যবহারের ওপর জোর রয়েছে।
💬 প্রশ্নোত্তর পর্ব:
প্রশ্ন: আমাদেরকে আপনার সম্বন্ধে একটু বলুন।
উত্তর: বর্তমানে আমি ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়, প্যাথলজি এবং মলিকুলার মেডিসিন বিভাগের অধ্যাপক এবং হ্যামিল্টন হেলথ সায়েন্সে ক্লিনিকাল সায়েন্টিস্ট (ইমিউনোলজি) হিসেবে কাজ করছি। এছাড়া আমি গবেষণা, ক্লিনিকাল পরিষেবা এবং শিক্ষাদানের সঙ্গে যুক্ত। আমার বর্তমান গবেষণা ফোকাস Immunology, Microbiology, Inflammation, এবং Host Defense। ক্লিনিকাল পরিষেবায় ক্লিনিকাল ইমিউনোলজি ল্যাবরেটরিতে পরামর্শ ও তদারকি অন্তর্ভুক্ত। আমি ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান শিক্ষার্থী, মেডিকেল রেসিডেন্ট ও ক্লিনিকাল ফেলোদের শিক্ষকতার সঙ্গে যুক্ত।
প্রশ্ন: আপনি কোথায় পড়াশোনা করেছেন এবং কোথায় পিএইচডি অর্জন করেছেন?
উত্তর: আমি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছি। ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS অর্জন করেছি। জাপানের আকিতা ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেছি এবং প্রথম পোস্ট-ডক্টরাল ফেলোশিপ যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে করেছি। এরপর কানাডার McMaster University থেকে দ্বিতীয় ফেলোশিপ সম্পন্ন করি। আমি FRCPath, রয়্যাল কলেজ অফ প্যাথোলোজিস্টের ফেলোও।
প্রশ্ন: কি ধরনের গবেষণা করেছেন?
উত্তর: ক্লিনিক্যাল বিজ্ঞানী হিসেবে আমার দায়িত্বের মধ্যে ক্লিনিকাল ইমিউনোলজিতে ক্লিনিকাল ডায়াগনস্টিক পরীক্ষার পরিচিতি, বৈধতা, বাস্তবায়ন, গুণ নিয়ন্ত্রণ তত্ত্বাবধান, ব্যাখ্যা ও গবেষণা অন্তর্ভুক্ত। আমি বেসিক ও ডায়াগনস্টিক উভয় পরীক্ষা সম্পর্কিত গবেষণায় জড়িত।
প্রশ্ন: McMaster University-তে বর্তমানে কি ধরনের গবেষণা করছেন?
উত্তর: আমার গবেষণার তিনটি মূল থিম রয়েছে:
১) অন্ত্রের প্রদাহ এবং স্থূলতায় সেরোটোনিন সিগন্যালিং: অন্ত্রের সেরোটোনিন IBD, Diabetes ও Obesity-তে কী ভূমিকা রাখে তা বোঝার এবং নতুন চিকিৎসার কৌশল উদ্ভাবন।
২) অন্ত্রের মিউকিন উৎপাদন ও হোস্ট-প্যারাসাইট-মাইক্রোবায়োটা মিথস্ক্রিয়া: প্যারাসাইট ও মাইক্রোবায়োটার মধ্যে অন্ত্রের মিউকিন উৎপাদনের প্রভাব বোঝা।
৩) ফেচাল ক্যালপ্রোটেক্টিন: রোগীর যত্নে এটি ব্যবহার করে IBD ও IBS আলাদা করা এবং রোগ ব্যবস্থাপনায় সহায়তা করা।
প্রশ্ন: Clinical Pathology বিষয়টি কি?
উত্তর: ক্লিনিক্যাল প্যাথলজি হলো রক্তবিজ্ঞান, জেনেটিক্স, অণুজীববিজ্ঞান, নির্ণায়ক রসায়ন, রোগপ্রতিরোধ, বিষবিদ্যা ও হিসটোকমপ্যাটিবিলিটি নিয়মানুবর্তিতার সমন্বয়। রক্ত, মেরুদণ্ডের তরল, মল ও অস্থিমজ্জা ব্যবহার করে ক্লিনিক্যাল প্যাথলজিস্টরা রোগ নির্ণয় ও চিকিৎসায় সহায়তা করেন।
প্রশ্ন: ভবিষ্যতে কি নিয়ে কাজ করতে চান?
উত্তর: আমার লক্ষ্য হলো IBD, Diabetes ও স্থূলতার মতো দীর্ঘমেয়াদি রোগে ইমিউনোলজি, মাইক্রোবায়োলজি ও প্রদাহের ক্ষেত্রে উদ্ভাবনী গবেষণা করা এবং নতুন চিকিৎসার উপায় খুঁজে বের করা। এছাড়াও, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে হোস্ট-পরজীবী মিথস্ক্রিয়া বোঝার জন্য সহযোগী গবেষণায় অংশ নেওয়া।
প্রশ্ন: তরুণ শিক্ষার্থীদের জন্য কি পরামর্শ দেবেন?
উত্তর: গবেষণায় উৎসাহ, প্রেরণা ও ডেডিকেশন থাকা জরুরি। মনোনিবেশ করুন, আন্তরিকভাবে কাজ করুন এবং গবেষণার কাজ উপভোগ করুন।
প্রশ্ন: McMaster University-তে ভর্তি হওয়ার সুযোগ কি?
উত্তর: হ্যাঁ, MSc বা PhD করতে আগ্রহীরা https://fhs.mcmaster.ca/grad/ থেকে তথ্য নিতে পারেন। ভর্তি হলে সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে আর্থিক সহায়তা পাওয়া যায়।
ড. ওয়ালিউল খানের গবেষণা ইমিউনোলজি, মাইক্রোবায়োলজি ও অন্ত্রের প্রদাহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করছে। বিজ্ঞানী অর্গ টিম তার উদ্যম এবং গবেষণার দিকনির্দেশনার প্রশংসা করছে। তার কাজ বাংলাদেশের তরুণ বিজ্ঞানীদের অনুপ্রেরণা হোক—এবং ভবিষ্যতেও তার গবেষণার সফলতা অব্যাহত থাকুক।
Dr. Waliul Khan on Gut Health, Immunology, and Inflammation Research
Dr. Waliul Khan is currently a Professor in the Department of Pathology and Molecular Medicine at McMaster University, Canada, and a Clinical Scientist (Immunology) at Hamilton Health Sciences. He also serves as a Professor at St. Joseph’s Healthcare, Hamilton. His work spans research, clinical service, and teaching, focusing on immunology, microbiology, inflammation, and host defense.
Dr. Khan completed his SSC from University Laboratory School and HSC from Dhaka College. He earned his MBBS from Dhaka Medical College and later obtained a PhD from Akita University, Japan, under a Japanese government scholarship. He completed his first postdoctoral fellowship at the University of Manchester, UK, and a second fellowship at McMaster University, Canada. He is also a Fellow of the Royal College of Pathologists (FRCPath), UK.
His current research focuses on three main areas: gut serotonin signaling in inflammation and obesity, host-parasite-microbiota interactions in the gut, and the clinical application of fecal calprotectin in patient care.
💬 Q&A Section:
Question: Could you tell us a little about yourself?
Answer: I am currently a Professor in the Department of Pathology and Molecular Medicine at McMaster University and a Clinical Scientist (Immunology) at Hamilton Health Sciences. I am involved in research, clinical services, and teaching. My research focuses on immunology, microbiology, inflammation, and host defense. In clinical service, I provide consultation and oversight in clinical immunology laboratories. I also teach medical students, residents, and clinical fellows at McMaster University.
Question: Where did you study, and where did you earn your PhD?
Answer: I completed my SSC from University Laboratory School and HSC from Dhaka College. I earned my MBBS from Dhaka Medical College. I then completed my PhD at Akita University, Japan, supported by a Japanese government scholarship. I conducted my first postdoctoral fellowship at the University of Manchester, UK, and my second at McMaster University, Canada. I am also a Fellow of the Royal College of Pathologists (FRCPath), UK.
Question: What kind of research have you conducted?
Answer: As a clinical scientist, my responsibilities include introducing, validating, and implementing clinical diagnostic tests in immunology, supervising quality control, interpreting results, and conducting research. I am involved in both basic and diagnostic research.
Question: What research are you currently conducting at McMaster University?
Answer: My current research has three main thematic areas:
- Gut Inflammation and Obesity through Serotonin Signaling: Investigating the role of gut-derived serotonin in inflammatory bowel disease (IBD), diabetes, and obesity, and developing new therapeutic strategies.
- Gut Mucin Production and Host-Parasite-Microbiota Interactions: Studying the interactions between gut parasites and resident microbiota and their effects on goblet cell mucin production for host defense.
- Fecal Calprotectin in Patient Care: Evaluating fecal calprotectin as a non-invasive marker to differentiate IBD from IBS and improve patient management.
Question: What is Clinical Pathology?
Answer: Clinical pathology integrates hematology, genetics, microbiology, diagnostic chemistry, immunology, toxicology, and histocompatibility. Using blood, cerebrospinal fluid, stool, and bone marrow samples, clinical pathologists assist physicians in diagnosing diseases and determining their severity.
Question: What are your future research plans?
Answer: My primary goal is to conduct high-impact, innovative research on immunology, microbiology, and inflammation in chronic diseases such as IBD, diabetes, and obesity. I aim to identify new therapeutic approaches. I am also interested in collaborative research with developing countries, such as Bangladesh, to understand host-parasite interactions and improve strategies against enteric infections.
Question: Any advice for young students who want to pursue science?
Answer: Maintain enthusiasm, motivation, and dedication for research. Focus sincerely on your work and enjoy the research process.
Question: Are there opportunities for young researchers at McMaster University?
Answer: Yes. Interested individuals can visit https://fhs.mcmaster.ca/grad/ to check eligibility. Qualified candidates can apply, and if accepted, they will find a supervisor. MSc and PhD students usually receive some financial support from their supervisor or university.
Dr. Waliul Khan’s research provides new insights into immunology, microbiology, and gut inflammation, contributing to better understanding and treatment of chronic diseases. The Biggani.org team appreciates his dedication and the direction of his work. May his research continue to inspire young Bangladeshi scientists and achieve further success in the future.

I am bookmarking it to read it over again after work. It seems like a very interesting topic to write about. Your posts are really helpful to me. Thanks for your wonderful post. I am very happy to read your post. http://www.jobscircular.info
লেখা ভালো লেগেছে।চালিয়ে যান।