দেশী প্রবাসী গবেষকদের নিকট আহবান : আপনার গবেষণাপত্র জমা দিন

আমরা বাংলাদেশীরা অনেকেই দেশে ও প্রবাসে বিভিন্ন ধরনের গবেষনার সাথে জড়িত। আমাদের গর্বিত গবেষকরা খুব ভাল কাজ করছেন এবং চমৎকার কিছু কাজ করেছেন যেগুলি দেশে বিদেশে সমাদৃত হয়েছে। কিন্তু আমাদের গবেষনাপত্রগুলি আর্কাইভ করে রাখার কোন উদ্দ্যোগ কোথাও চোখে পড়েনি। আনন্দের সাথে বিজ্ঞানী.com এই উদ্দোগ গ্রহণ করতে চায়। আপাতত ফোরামের ফাংশন ব্যবহার করে আমরা এটি সংগ্রহ করব। ভবিষ্যতে কোন বিশেষ ডাটাবেস তৈরী করে তা আর্কাইভে রূপান্তর করব। আপনার অনার্স, মাস্টার্স, ডক্টরেট ও অন্যান্য গবেষনাপত্রগুলি বিজ্ঞানী.com এ আর্কাইভ করুন।


নিয়মাবলী:

  • আপনার অনার্স, মাস্টার্স, ডক্টরেট ও অন্যান্য গবেষনাপত্রগুলি আপলোড করুন।

  • প্রতিটি গবেষনাপত্র আলাদা ভাবে জমা দিন।

  • শোরোনামে বিষয়বস্তু লিখুন। উদাহরণসরূপ: Subject= গণিতবিদ্যা: থিউরি  *** সংক্রান্ত

  • Body তে লিখুন সংক্ষীপ্ত সূচনা (Abstract)। সম্ভব হলে বাংলায় সহজভাবে লিখুন।

  • ফাইল আপলোড করুন: Doc, PDF, Zip ফাইলে। (PDF ফাইলে রূপান্তর করে প্রদান
    করার জন্য অনুরোধ করা হচ্ছে। সম্ভব না হলে আপাতত সেই ফরম্যাটেই দিন।
    ভবিষ্যতে তা PDF ফাইলে আমরা রূপান্তর করে নিব)

  • প্রথমে বিজ্ঞানী.com এ রেজিস্ট্রেশন করুন (রেজিস্ট্রেশন সমাপ্ত হবার পরে একটিভ করার লিংক আপনার ইমেইলে পাবেন, যদি ইমেইল না পান তবে স্পাম ফোল্ডারটি দেখুন।)

  • অতঃপর ক্লিক করুন: গবেষণাপত্র জমা দিন

  • কারিগরি সমস্যার জন্য যোগাযোগ করুন: helpdesk@biggani.com

 

প্রযুক্তিবিদের সাহায্য চাই: 

আপনার যদি এই জাতীয় ডাটাবেস তৈরীর অভিজ্ঞতা থাকে তবে আমাদের টেকনিক্যাল টিমের সাথে কাজ করুন। যোগাযোগ করুন: editor@biggani.com

ড. মশিউর রহমান

About ড. মশিউর রহমান

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

Check Also

শিক্ষনীয় ভিডিও দেখুন টিচারটিউবে

Main Site: http://mehdiakram.wordpress.com ইউটিউবের কথা আমারা সবাই জানি। জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং এর আদলে তৈরী …

ফেসবুক কমেন্ট


  1. চমৎকার উদ্দ্যোগ! আমাদের এই ধরনের উদ্দ্যোগ অনেক আগেই নেবার উচিত ছিল।

  2. I want a e-mail for Bangla.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।