নতুন পোষাকে বিজ্ঞানী.org

অনেকদিন ধরেই আমরা পাঠকদের কাছ থেকে মতামত পাচ্ছিলাম যে বিজ্ঞানী.orgএর ডিজাইন ও ফন্ট সংক্রান্ত সমস্যা নিয়ে। সেই প্রেক্ষিতে নতুন এই ডিজাইনটি পরীক্ষামূলকভাবে চালু করলাম।

  • নতুন "সিয়াম রূপালী" ফন্ট ব্যবহার করা হল। (ধন্যবাদ অভ্র'র টিম কে)
  • পুরো স্ক্রীণজুড়ে ডিজাইন ব্যবহার করা হল। স্ক্রীন পরিবর্তন করার ব্যবস্থা রাখা হল (উপরের ডানে)।
  • ফন্ট সহজে বড়/ছোট করার জন্য Font size changer ব্যবহার করা হল (উপরের ডানে)।

নতুন ফাংশন:

  • অনেকেই প্রবন্ধের লেখক সমন্ধে জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এখন প্রবন্ধের শিরোনামের নীচে লেখকের নাম ক্লিক করলে লেখকের পরিচিতি আসবে এবং  তাঁর প্রকাশিত অন্যান্য লেখাগুলির লিস্ট সেখানে পাবেন। লেখকদের প্রতি নিবেদন: আপনার পরিচিতি আপডেট করুন ও ছবি সংযুক্ত করুন।
  • বিজ্ঞানী.org এর ভিতরের অনেক প্রবন্ধ নিয়ে পাঠক/লেককগণ আলোচনা করেন সেটি ভালমত সহজে পড়ার জন্য বিজ্ঞানী.org এর উপরের ডানে নতুন মন্তব্যগুলি দেখতে পাবেন। 

 

নতুন ডিজাইনে এখনও কিছু ভুল ত্রুটি রয়েছ। আপনি যদি কোন ত্রুটি দেখেন তবে editor@biggani.org বরাবর পাঠাবার জন্য অনুরোধ করছি। ইমেইলে স্ক্রীণশটটি সংযুক্ত করে দিলে আমাদের টেকনিক্যাল টিম উপকৃত হবে। ডান পাশে মতামত/জরিপটি পূরণ করবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

 

ড. মশিউর রহমান

About ড. মশিউর রহমান

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

Check Also

শিক্ষনীয় ভিডিও দেখুন টিচারটিউবে

Main Site: http://mehdiakram.wordpress.com ইউটিউবের কথা আমারা সবাই জানি। জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং এর আদলে তৈরী …

ফেসবুক কমেন্ট


  1. শিরোনামের “প্রযুক্তি গ্রহণে দেরী করলে দেশ পিছিয়ে যাবে ” লেখাটি বিশেষ নজরকাড়া হতে হবে৤ বিজ্ঞানীর ছবিটি আরও স্পষ্ট হতে হবে৤ লেখা পড়তে অসুবিধে নেই৤
    মনোজকুমার দ. গিরিশ কোলকাতা ১১/১১/২০০৭
    ** এই বক্সের লেখার হরফগুলি বড় হলে ভালো হয়৤

  2. মনোজকুমার দ. গিরিশ--ManojKuamr D Girish

    মন্তব্য লেখার পরে পাসওয়ার্ড বার বার কেন ভুল বলে দেখাচ্ছে?

  3. মশিউর ভাই,

    খুব সুন্দর লাগছে বিজ্ঞানী.অর্গ এর নুতন চেহারা। কিছু ছোটখাটো সমস্যা মনে হয় আছে। যেমন গিরিশ দা লিখেছেন, আমারও তেমন সমস্যা হয়েছিলো। নিচে ফুটারে কিওয়ার্ডগুলো দেখা যাচ্ছে কেন বুঝলাম না।

  4. আমার নাম box এ ¸¾—° দেখাচ্ছে এবং লগ-ইন করার পর প্রিয়
    kaisar500 এমন দেখাছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।