খুব সহজেই আপনার ToDo লিস্ট মেইনটেইন করুন

খবু সহজেই আপনার ToDo লিস্ট ম্যানেজ করার জন্য ব্যবহার করতে পারেন

http://www.iprioritize.com/

 iprioritize_todo_list

আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করে দেখেছি,

  • AJAX based হওয়াতে খুব দ্রুত ও সহজেই নতুন ToDo লিস্ট তৈরী করা যায়।

  • ToDo এর লিস্ট থেকে ড্রাগ করে অন্য ক্যাটেগরিতে সহজে নিয়ে যাওয়া যায়।

  • ফ্রি অসংখ্য লিস্ট ম্যানেজ করতে পারবেন।উল্লেখ্য প্রোফেশনার কাজের জন্য বিশেষ প্রোফেশনার ভার্সনও রয়েছে।

  • Rssআছে, ফলে Google reader বা অন্য কোন আপনার পছন্দের ফিডরিডারে তা সংযুক্ত করতে পারবেন।

ড. মশিউর রহমান

About ড. মশিউর রহমান

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

Check Also

ই-মেইল সার্ভার সিস্টেম যেভাবে কাজ করে

লেখাটি অনলাইন থেকে সংগ্রীহিত। মূল লেখক মিলন মনি ইমেইল কি? ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ হল …

ফেসবুক কমেন্ট


  1. টু-ডু লিস্টের জন্য আমি ব্যবহার করছি মটোরোলার e680i।
    ওয়েবের চেয়ে মোবাইল ফোন বা পিডিএ ব্যবহার করাটাই বোধহয় বেশি সুবিধাজনক। কেননা, মোবাইল ফোন সবসময় পকেটেই থাকে; প্রয়োজন মতো এলার্ম দিয়ে জানিয়ে দিতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।