আপেক্ষিক তত্ত্ব(theory of relativity)

আপেক্ষিক তত্ত্ব পদার্থবিজ্ঞানে এক আলোড়ন সৃষ্টিকারী তত্ত্ব।এই তত্ত্ব পদার্থবিজ্ঞান জগতে এক নতুন যুগের সূচনা করে ।এই তত্ত্বের প্রবর্তক আলবার্ট আইনস্টাইন ।আপেক্ষিক তত্ত্বের মতে স্থান (space), কাল (time) ও জড় (matter) বা ভর পরম কিছু নয় ,আপেক্ষিক । বিজ্ঞানী আইনস্টাইন এই তত্ত্বের সূচনা করেন ১৯০৫ সালে বিশেষ আপেক্ষিক তত্ত্ব (special theory of relativity) প্রবর্তনের মাধ্যমে । ভরের আপেক্ষিকতা ও ভরকে শক্তিতে রূপান্তর,এই দুটি গুরুত্বপূর্ণ আবিষ্কারের উপর ভিত্তি করে পারমাণবিক যুগের সূচনা হয় ।
আপেক্ষিকতা (relativity)
চিরায়ত বলবিদ্যার মতে স্থান (space) ,কাল (time) ও জড় (matter) বা ভর ধ্রুবক, এগুলো আপেক্ষিক নয় । আইনস্টাইন বলেন যে, স্থান,কাল ও জড় বা ভর ধ্রুবক বা পরম কিছু নয় এগুলো আপেক্ষিক । আইনস্টাইনের এই তত্ত্বকে বলা হয় আপেক্ষিক তত্ত্ব।

বিশেষ আপেক্ষিক তত্ত্বের স্বীকার্য (postulates of special theory of relativity)>
প্রথম স্বীকার্য : সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্তগুলো একই থাকে
দ্বিতীয় সূত্ত: “শূন্যস্থানে সকল জড় প্রসঙগ কাঠামোতে আলোর দ্রুতির মানএকই।”
Reference:উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান ,লেখক -তপন হাসান চৌধুরী.

About Md. Muhai minul

Check Also

তেজস্ক্রিয়তা ও কুরি দম্পতির কারিকুরি

আবুল বাসার আধুনিক জার্মানি আর চেক রিপাবলিকের সীমান্ত এলাকা। ১৬ শতকের শুরুতে এই অঞ্চলকে দুই …

ফেসবুক কমেন্ট


  1. আমার মনে হয় -Sir Albert Einstein এর সাধার ণ ও বিশেষ আপেক্ষিক তত্ত দুটি আরেকটু সহজ ভাবে তুলে ধরা যেত।

  2. Salam sir, ami apektik totter upor vitti kore jorotar(inertia) notun songa o bekha uposthaon koreci. Ei bisoye apnar sathe alap korte parle valo hoto

  3. এটা এমন কোন তত্ব নয় যে এটা পড়ে কেউ বুঝতে পারবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।