সাক্ষাৎকার

সাক্ষাৎকার : ড. আতাউল করিম

Share
Dr Ataul Karim
Share

 

 

কিছু কিছু মানুষ থাকে যারা মাইলস্টোনের মত কাজ করে, যাদেরকে লক্ষ্য করে জীবনে চলা যায় তেমনি একজন ব্যক্তিত্ব হল ড. আতাউল করিম। যিনি শুধু মাত্র একজন বিজ্ঞানী হিসাবেই সার্থক নন সেই সাথে একজন দক্ষ academic leader। বর্তমানে তিনি আমেরিকার ভার্জিনিয়ার Old Dominion University তে ভাইস প্রেসিডেন্ট হিসাবে কর্মরত। তিনি শুধু মাত্র বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষনাই করেননি, গবেষকদের জন্য আনুসঙ্গিক কাঠামো গড়ে তুলেছেন। আমেরিকার মত দেশে এইরকম এক সার্থক বাঙালীর কাছ থেকে আমাদের অনেক কিছূ শেখার আছে। এই ইন্টারভিউ তে তিনি তাঁর জীবনের গল্প করেছেন। এছাড়া বাংলাদেশের ও প্রবাসের নবীন বিজ্ঞানীদের জন্য কিছু অমূল্য সাজেশন দিয়েছেন। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি।

তারিখ: ২রা জুন ২০০৬ (১২ মিনিট)


তাঁর জীবনী:

মোহাম্মদ এ. করিম বর্তমানে ভার্জিনিয়ার নরফোকের অল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটিতে (ODU) গবেষণা বিভাগের উপ-প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গবেষণা উদ্যোগ পরিচালিত হয়, যার বার্ষিক গবেষণা ব্যয় $৫০ মিলিয়ন, এবং এতে ছয়টি কলেজ, ২০টিরও বেশি গবেষণা কেন্দ্র, ৬০০+ শিক্ষক এবং ৫০০০+ স্নাতকোত্তর ছাত্র-ছাত্রী জড়িত। করিম ভার্জিনিয়া রাজ্য সরকারের গবেষণা ও প্রযুক্তি পরামর্শ কমিশনের (VRTAC) সদস্য, এবং সাউদার্ন ইউনিভার্সিটিজ রিসার্চ অ্যাসোসিয়েশনের (SURA) বোর্ড সদস্য। ১৯৯৯ সাল থেকে তিনি আন্তর্জাতিক কম্পিউটিং এবং তথ্য প্রযুক্তি সম্মেলনের (ICCIT) আন্তর্জাতিক প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। করিম অপটিক্স এবং লেজার প্রযুক্তির উত্তর আমেরিকার সম্পাদক, IEEE ট্রানজেকশন্স অফ এডুকেশন-এর অ্যাসোসিয়েট এডিটর, এবং মাইক্রোওয়েভ এবং অপটিক্যাল টেকনোলজি লেটার্স-এর সম্পাদকীয় বোর্ডের সদস্য। তিনি ১৬টি প্রযুক্তিগত জার্নাল ইস্যুর অতিথি সম্পাদক হিসেবে কাজ করেছেন।

ODU-তে যোগ দেওয়ার আগে, মোহাম্মদ করিম সিটি কলেজ অব নিউ ইয়র্ক, সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে ২০০০-২০০৪ সাল পর্যন্ত ইঞ্জিনিয়ারিংয়ের ডিন, ১৯৯৮-২০০০ সাল পর্যন্ত টেনেসি ইউনিভার্সিটির বৈদ্যুতিক ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং ১৯৯৪-১৯৯৮ সাল পর্যন্ত ডে টন ইউনিভার্সিটির বৈদ্যুতিক ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ার এবং ইলেকট্রো-অপটিক্সের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।

করিম ৮টি পাঠ্য ও রেফারেন্স বই, ৩২৫টিরও বেশি গবেষণাপত্র, ৬টি বইয়ের অধ্যায়, ১০টি বইয়ের পর্যালোচনা, ২টি ইউএস পেটেন্ট এবং অসংখ্য প্রযুক্তিগত রিপোর্ট ও সম্পাদকীয় রচনা করেছেন। তার বইগুলি, যেমন ডিজিটাল ডিজাইন: আ প্রাগমেটিক অ্যাপ্রোচ (১৯৮৭), ইলেকট্রো-অপটিক্যাল ডিভাইসেস অ্যান্ড সিস্টেমস (১৯৯০), অপটিক্যাল কম্পিউটিং: অ্যান ইন্ট্রোডাকশন (১৯৯২), ইলেকট্রো-অপটিক্যাল ডিসপ্লেস (১৯৯২), কনটিনিউয়াস সিগন্যালস অ্যান্ড সিস্টেমস উইথ ম্যাটল্যাব (২০০১), এবং কন্টেম্পোরারি ডিজিটাল ডিজাইন (২০০৫) বিশ্বব্যাপী অনেক বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ব্যবহৃত হচ্ছে। তিনি অপটিক্যাল সোসাইটি অব আমেরিকা (OSA), সোসাইটি অফ ফটো-ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার্স (SPIE), এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (BAS)-এর নির্বাচিত ফেলো এবং আলাবামা বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ারিং ফেলো।

করিমের গবেষণার ক্ষেত্রের মধ্যে অপটিক্যাল কম্পিউটিং, তথ্য প্রক্রিয়াকরণ, প্যাটার্ন/টার্গেট স্বীকৃতি, রাতের দর্শন, ডিসপ্লে, ইলেকট্রো-অপটিক্যাল সিস্টেম এবং সেন্সর অন্তর্ভুক্ত। তার অতীত ও বর্তমান গবেষণা স্পনসরদের মধ্যে ইউএস এয়ার ফোর্স, নেভাল রিসার্চ ল্যাবরেটরি, ইউএস আর্মি, ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, NASA, ইউএস ডিপার্টমেন্ট অফ এডুকেশন, ওহিও অ্যারোস্পেস ইনস্টিটিউট, ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এবং রাইট-প্যাটারসন এয়ার ফোর্স বেস অন্তর্ভুক্ত। তার একাডেমিক ক্যারিয়ারে করিম ৫৫টি MS/PhD ছাত্র-ছাত্রীর গবেষণা পরামর্শক হিসেবে কাজ করেছেন।

মোহাম্মদ করিম ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন, বাংলাদেশের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং সিলেট গভার্নমেন্ট কলেজে তার প্রাক-বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্পন্ন করেন, এবং ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় বিএস অনার্স ডিগ্রি অর্জন করেন, ১৯৭৮ সালে পদার্থবিদ্যায় এমএস, ১৯৭৯ সালে বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিংয়ে এমএস, এবং ১৯৮১ সালে আলাবামা বিশ্ববিদ্যালয় থেকে বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭২ সালে বাংলাদেশ হাইয়ার সেকেন্ডারি সার্টিফিকেট পরীক্ষায় ৩৯,৪৮৮ ছাত্রের মধ্যে প্রথম স্থান অধিকার করেন এবং ১৯৬৯ সালে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ৬৪,৪৩২ ছাত্রের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেন।

ড. করিম একাধিক পুরস্কারের অধিকারী: আউটস্ট্যান্ডিং ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যাওয়ার্ড (১৯৯৮), আউটস্ট্যান্ডিং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড (১৯৯৪), অ্যালামনি অ্যাওয়ার্ড ইন স্কলারশিপ (১৯৯১), NASA টেক ব্রিফ অ্যাওয়ার্ড (১৯৯০), আপ অ্যান্ড কমার্স এডুকেশন অ্যাওয়ার্ড (১৯৯০), এবং NCR স্টেকহোল্ডার অ্যাওয়ার্ড (১৯৮৯)। তাকে আমেরিকান মেন অ্যান্ড উইমেন ইন সায়েন্স, মার্কুইস ইন্টারন্যাশনাল হু’স হু ইন অপটিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, হু’স হু ইন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, হু’স হু ইন আমেরিকা, আউটস্ট্যান্ডিং পিপল অফ দ্য ২০থ সেঞ্চুরি, ডিকশনারি অফ ইন্টারন্যাশনাল বায়োগ্রাফি, এবং ২০০০ আউটস্ট্যান্ডিং সায়েন্টিস্টস অফ দ্য ২০থ সেঞ্চুরি-তে তালিকাভুক্ত করা হয়েছে।

ড. করিম এবং তার স্ত্রী সেটারা ভার্জিনিয়া বিচ, ভার্জিনিয়ায় বসবাস করেন, তাদের একটি পুত্র, লুৎফী, এবং দুইটি কন্যা, লামিয়া এবং আলিয়া রয়েছেন।

 

 

Share
Written by
ড. মশিউর রহমান -

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
সাক্ষাৎকার

এম এস হোসেন: শিল্প, গবেষণা ও উদ্ভাবনের বিশ্বমঞ্চে এক পথপ্রদর্শক ইঞ্জিনিয়ার

১৭ বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে এম এস হোসেনের সাক্ষাৎকার—তেল-গ্যাস থেকে হাইড্রোজেন এনার্জি,...

সাক্ষাৎকার

ড. এ এইচ এম এনামুল কবির: ন্যানোপ্লাস্টিক দূষণ গবেষণায় এক অগ্রণী বিজ্ঞানী

বিজ্ঞানী অর্গ এর সাক্ষাৎকার সিরিজে এবার আমরা সাক্ষাৎকার নিয়েছি পরিবেশ প্রকৌশলী ও...

সাক্ষাৎকার

কোয়ান্টাম আলোর মাইক্রোস্কোপি: ড. মৌসুমী সামাদের গবেষণা

বাংলাদেশি গবেষক ড. মৌসুমী সামাদ সম্প্রতি জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন...

সাক্ষাৎকার

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় তরুণ বিজ্ঞানী: মুহাম্মদ রাফসান কবির

বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন এআই গবেষক মুহাম্মদ রাফসান কবির কম্পিউটার ভিশন,...

সাক্ষাৎকার

মোঃ ফাহাদ হুসাইন: সীমিত সুযোগ থেকে বৈশ্বিক স্বীকৃতির পথে এক গবেষকের যাত্রা

বাংলাদেশের একজন তরুণ নাগরিক বিজ্ঞানী মোঃ ফাহাদ হোসেনের অনুপ্রেরণামূলক যাত্রা সম্পর্কে জানুন,...

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

Copyright 2024 biggani.org